পেট্রোলের পর এবার সেঞ্চুরি হাঁকালো ডিজেলও

Social

মলয় দে নদীয়া:- পরিবহন জ্বালানির অগ্নিমূল্যে বিপর্যস্ত জনজীবন। পেট্রোলের পর এবার এরাজ্যে সাত জেলায় সেঞ্চুরি হাঁকালো ডিজেলও। কৃষি থেকে পণ্য পরিবহন নাজেহাল সকলে ।আন্তর্জাতিক বাজারে বর্তমানে তেলের দাম বাড়াল প্রতি ৮৫ ডলার হলেও শুল্কের হার পেট্রোলে লিটার পিছু ৩২.৯টাকা এবং ডিজেলে ৩১.৮ টাকায় রয়েছে। সারাদেশে পেট্রোপণ্যের দাম আকাশছোঁয়া হলেও শুল্ক কমানোর পথে হাঁটছে না কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের সেস দু টাকা কমালেও, পেট্রোপণ্য জিএসটি অন্তর্ভুক্তিতে আপত্তি।

গত ২০২০ মে মাসের গোড়ার দিকে হিসাব করলে দেখা যাবে মাত্র দেড় বছরে পেট্রোলের লিটার ৩৬ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ২৬ .৫৮ টাকা বেড়েছে। আর তা নিয়ে প্রতিবাদে সরব বিভিন্ন রাজনৈতিক দল, থেকে সাধারণ মানুষ সকলেই কিন্তু রাজনৈতিক চাপানোতর চললেও দাম কমেনি এতটুকু।

নদীয়ায় গতকাল রাত পর্যন্ত ডিজেল ছিল ৯৯ .৮৩ টাকা আজ সকালে পেট্রোল পাম্পে এসে পরিবহন কর্মীদের মাথায় হাত ১০০.১৮ টাকা। যদিও প্রায় প্রতিদিনই নিঃশব্দে প্রতি রাতেই এভাবে বেঁধে চলে ডিজেলের দাম। তবে টাকার অংকটা যেহেতু ১০০ পার হয়েছে তাই টনক নড়েছে অনেকেরই।

Leave a Reply