পড়াশোনাতে অমনোযোগী ! মায়ের বকুনি খেয়ে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্র

Social

মলয় দে নদীয়া :- পড়াশোনাতে অমনোযোগী ছেলে তাই মা একটু রাগ করেছিল ! কিন্তু মায়ের এই বকুনি ভালোভাবে নেয়নি ছেলেটি। মায়ের বকুনি খেয়ে অভিমান করে আত্মঘাতী হলো নবম শ্রেণীর ছাত্র।  ঘটনাটি নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার ভাজন ঘাট এলাকার। পরিবার সূত্রে জানা যায় ভাজনঘাট হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সুজয় হালদার পিতা পঞ্চানন হালদার বাড়িতে পড়াশোনা না করার জন্য মায়ের বকুনি অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ।

পরিবার সূত্রে জানা গেছে আজ পরীক্ষা ছিল পড়াশোনা না করায় তার মা তাকে বকে এই অভিমান এসে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে । পরিবারের লোকজন কৃষ্ণগঞ্জ থানায় খবর দেয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এসে মৃতদে উদ্ধার করে নিয়ে যায়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে ।

Leave a Reply