দুঃস্থদের বস্ত্র বিতরনের মাধ্যমে চন্দনপুরে শুরু হলো মকর উৎসব

Social

দুঃস্থদের বস্ত্র বিতরনের মাধ্যমে চন্দনপুরে শুরু হলো মকর উৎসব। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের চন্দনপুর বিদুচাঁদান আদিবাসী সংঘের উদ্যোগে এই মকর উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার তার শুভ সূচনা হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন পূর্ব মেদিনীপুর জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃনাল কান্তি দাস , পটাশপুরে ২ নং ব্লক তৃণমূল সভাপতি দুর্গাপদ পাহাড়ি সহ অন্যান্যরা। এদিন উদ্ধোধনী মঞ্চ থেকে অতিথিরা দুস্থদের শীত বস্ত্র তুলে দেয়। এছাড়াও দু’দিন ব্যাপী এই মকর উৎসবের আয়োজন রয়েছে একাধিক সামাজিক কর্মসূচি।

Leave a Reply