মলয় দে নদীয়া:-এবারের পুজোয় তেমন উৎসাহ নেই নদীয়ার শান্তিপুর নতুন পাড়ার সাগ্নিকের। কারণ লক্ষ্মী পূজার দুদিন বাদে তাকে রওনা দিতে হবে জম্মুতে। সেখানে ৩১S শে অক্টোবর বাংলার হয়ে মোট ১২ জন অনূর্ধ্ব ১৭ আন্ত বিদ্যালয় ভলিবল ন্যাশনাল খেলা হবে। যার মধ্যে সাগ্নিক নদীয়ার মধ্যে একমাত্র। শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র সে।
বাড়িতে পরিবার সদস্য বলতে মা-বাবা ও এক ভাই। চতুর্থ শ্রেণীতে পড়াকালীন তার নিজের নতুন পাড়ার অভিযাত্রী সংঘে প্রথম অনুশীলন সেখানকার প্রশিক্ষক বেষ্টন এডিশন সিএম এর হাত ধরে। এরপর অষ্টম শ্রেণীতে পড়াকালীন কলকাতার মাঠে সাব ডিভিশন বিভাগে প্রথম ন্যাশনালে অংশগ্রহণ।
তবে এবার সম্প্রতি কিছুদিন আগে চন্দননগরে ১৯ টি রাজ্যের বিদ্যালয় পড়ুয়া অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে ভলিবল খেলার বাছাইপর্বে সে নদিয়া থেকে ১২ জনের দলে নাম অন্তর্ভুক্ত করতে পেরেছে।
বাবা সম্বিত দে ওষুধের দোকানদার। তাই মা গৌরী দে ছোটবেলা থেকেই তাকে নিয়ে যান বিভিন্ন খেলায় অংশগ্রহণ করানোর জন্য। মা বাবা ছাড়াও সাগ্নিকের ভাই এবং ঠাকুমা রয়েছে পরিবারে। তবে পুজোয় মন নেই তার, পূজোর মধ্যেই তোর কদমে চলছে অনুশীলন। গতবার অনূর্ধ্ব ১৭ মহিলা ভলিবলে বাংলা চ্যাম্পিয়ন হলেও অনূর্ধ্ব ১৭ বালক ভলিবল বিভাগ ফাইনালে নিরাশ হয়ে ফিরতে হয়েছিলহয়েছিলো। তবে উত্তর প্রদেশ পাঞ্জাব সহ বিভিন্ন শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও বাংলার হয়ে আন্ত বিদ্যালয় অনূর্ধ্ব ১৭ ভলিবল দল এবারে চ্যাম্পিয়ন হবেই এমনই আত্মবিশ্বাস তার।