বাবু হক, হাওড়া: হাওড়া জেলার বাগনান থানার আমতা বিধানসভার কল্যাণ পুর জিপির পানিত্রাস হাইস্কুল মাঠে একান্ন তম বর্ষ শরৎ মেলা একুশে জানুয়ারী শনিবার বিকেল থেকে শুরু হয়েছে চলবে আঠাশ জানুয়ারী বলে জানা গেছে ।
শরৎ মেলা পরিচালন সমিতি ও শরৎ স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে অমর কথা শিল্পী শরৎচন্দ্র র সামতা বেড়ে বাস ভবনে আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে বর্ণাঢ্য পথ পরিক্রমা করে পানিত্রাস হাইস্কুল মাঠে পৌঁছায় ।মেলার মূল সুর, এসো শরৎ সাহিত্য পড়ি, অস্থিরতা মুক্ত বিশ্ব গড়ি ।প্রদীপ প্রজ্বলন. পত্রিকা প্রকাশ প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী জনস্বাস্থ্য ও পূর্ত দফতরের পুলক রায়, জেলাশাসক মুক্তা আর্যা , উলুবেড়িয়া মহকুমা শাসক শমীক কুমার ঘোষ, বিধায়ক অরুনাভ সেন রাজা বাবু, সুকান্ত পাল, বাগনান এক ও দুই বিডিও অভিষেক দাস, জয়ন্ত চট্টোঃ , বাগনান আই সি অভিজীৎ দাস, বাগনান এক ও দুই পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, মৌসুমী সেন, শরৎচন্দ্র র প্রপৌত্র ও স্ত্রী জয় ও মৌসুমী চট্টোঃ সহ অনেক অতিথি উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে ।প্রতি দিন থাকছে নানা ধরনের অনুষ্ঠান, হাজারো বিকিকিনির সম্ভার নিয়ে বিক্রেতার উপস্থিত থাকবেন ।