মলয় দে নদীয়া:-স্থানাভাব এবং রীতিনীতি পালনের বেড়াজাল ভেদকরে যেকোনো প্রতিমা এখন সৌখিনতার পর্যায়ে পড়েছে। তাই সরস্বতী দুর্গা লক্ষী কালী সহ সমস্ত প্রতিমা এখন ছোট সংস্কারে অনেকেই পছন্দ করছেন।
নদীয়ার শান্তিপুর চৌগাছা পাড়ার অমিত শিল্পী সুমিত পাল, জানাচ্ছেন তার তৈরি পেন্সিল লীড দিয়ে তৈরি শাহরুখ খানের অবয়ব শাহরুখ খানের বাড়িতেই শোভা পাচ্ছে, একই রকম ভাবে সৌরভ গাঙ্গুলী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চক দিয়ে তৈরি মূর্তিও ।
তবে এবারে বিশেষ ধরনের ক্লে দিয়ে তৈরি, দেড় ইঞ্চির সরস্বতী যাচ্ছে, পার্শ্ববর্তী ফুলিয়ায় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাঁতশিল্পী বীরেন বসাকের বাড়িতে। যদিও এর আগে ছোট বড় নানান ধরনের মূর্তি তিনি বানিয়েছেন মৃৎশিল্পী সুমিতের কাছ থেকে,তবে ছোট্ট এই সরস্বতী পুজিত হওয়া মূল বড় প্রতিমার সামনে শোভা বর্ধন করবে।
তবে মৃৎশিল্পী সুমিত জানায়, বড় ঠাকুরের থেকে এখন ছোট ঠাকুরের চাহিদা বাড়ছে। সারা বছর বাড়িতে রাখার কারণে অথবা উপহার হিসেবে কাউকে দেওয়ার জন্য এই প্রবণতা ক্রমশ বাড়ছে।