ল্যাপারোস্কোপি ভ্যাজাইনোপ্লাস্টি সার্জারিতে নজির বিহীন সাফল্য কল্যাণীর জেএনএম হাসপাতালে

Social

মলয় দে নদীয়া :-যোনি ছিল না। জরায়ুর গঠনও অসম্পূর্ণ। বয়স বাড়লেও ঋতুস্রাব হত না তরুণীর। স্বাভাবিকভাবে সন্তান ধারণের ক্ষমতাও ছিল না।  কিছুদিন আগেই প্রচণ্ড পেট ব্যথার কারণে দেখাতে গেলেই সমস্যাটা ধরা পড়ে। চিকিৎসকরা দেখেন, মেযেটির যোনিদ্বার নেই। ডিম্বাশয়-ফ্য়ালোপিয়ান টিউব থাকলেও জরায়ু নেই। কৃত্রিম উপায় ল্যাপারোস্কোপি ভ্যাজাইনোপ্লাস্টি সার্জারিতে তরুণীর যোনি ও জরায়ু তৈরিকরে তাঁকে নতুন জীবন দিলেন নদিয়ার কল্যাণীর জে এন এম হাসপাতালের চিকিৎসকরা। গাইনোকলজিস্ট মৃগাঙ্ক সাহার তত্বাবধানে এই বিরল অপারেশনটি হয়।

ওই তরুণী বর্ধমানের কালনার বাসিন্দা। তাঁর চিকিৎসা করেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ মৃগাঙ্ক সাহা। চিকিৎসকের কথায়, মেয়েটির এই সমস্যা ছিল জন্মগত। যে মহিলাদের যোনি থাকে না এবং জরায়ুর গঠন অসম্পূর্ণ তাদের এই সিনড্রোম হতে দেখা যায়। রকিটানস্কি সিনড্রোম থাকলে ঋতুস্রাব হয় না, যৌন মিলন করা অসম্ভব ব্যাপার। তখন কৃত্রিম উপায় যোনি তৈরি করার দরকার পড়ে। এই সার্জারি অত্যন্ত জটিল। সেখানেই বড় সাফল্য পেয়েছেন জে এন এম হাসপাতালের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ।

Leave a Reply