গৃহস্থ বাড়ির ঠাকুর মন্দিরের লক্ষাধিক টাকার গহনা চুরি

Social

মলয় দে নদীয়া :-গতকাল রাতে এক গৃহস্থের বাড়ির মন্দিরের তালা ভেঙে গয়না চুরি করে চম্পট দিলো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া শিয়ালদহ বাজার এলাকায়।

জানা যায় আজ সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন দেখতে পান মন্দিরে তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে এবং ঠাকুরের গায়ের গহনা নেই। এরপরে খবর দেওয়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ। পরিবার সূত্রে জানা যায় আনুমানিক ৩০ থেকে ৩৫ ভরি রুপোর গহনা এবং এক ভরি সোনা সহ বেশ কিছু ঠাকুরের বাসনপত্র খোয়া গিয়েছে মন্দির থেকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ ইনচার্জ।

Leave a Reply