নদীয়ায় পৌষ সংক্রান্তি শেষ হলেই সপ্তাহ ভোর শ্রী ঈশ্বরী বড়াম চন্ডী (বড়মা) এবং দেবী চণ্ডীর ভাই শ্রী শ্রী বলরাম জিউ র পুজো

Social

মলয় দে নদীয়া:-১৭১৭ খ্রিস্টাব্দে কবিকঙ্কন মুকুন্দ রচিত সুকুমার সেন সম্পাদিত চন্ডীমঙ্গল কাব্যে বর্ণিত তথ্য অনুযায়ী জানা যায়, মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলী বিভিন্ন জেলায় বসবাসকারী সাঁওতাল, লোধা ,মহালি ,বাউড়ী নানান আদিবাসী প্রজাতি এই বিশেষ ধরনের পুজো করে থাকেন সংক্রান্তির পরের দিন অর্থাৎ পয়লা মাঘ।

তবে নদীয়ার শান্তিপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের দীনবন্ধু প্রামাণিক স্ট্রিটে বাউড়ি পাড়াতে এই পুজো প্রায় ৩০০ বছরের বেশি সময় ধরে হয়ে আসছে বলে দাবি এলাকাবাসীর।
এই পুজোতে পাথর এবং মাটির তৈরি বাঘ হাতি ঘোড়া বিভিন্ন জন্তুর ছোট ছোট মূর্তি দিয়ে মঙ্গল ঘট পূজিত হয়। মাদল এবং শঙ্খ মূল বাজনা হিসেবে ব্যবহৃত হয়। দিন যাবত পাঠ হয় ভগবত ‌। ভর বা শয়াল উঠতে দেখা যায় ভক্তবৃন্দদের মধ্যে। তাদের কাছ থেকে নানান প্রশ্নের উত্তর পেতে সেখানে দূর দূরান্ত থেকে পৌঁছে যান অনেকেই। মেলা চলে সাত দিন যাবত।

Leave a Reply