রেশনের চাল, আটা পাচারের সময় হাতে নাতে ধরলেন গ্রামবাসীরা

Social

দেবু সিংহ ,মালদা : রেশনের চাল, আটা পাচারের সময় গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলেন। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হবিবপুর থানা এলাকায়।

গ্রামবাসীদের অভিযোগ, সরকার সাধারণ মানুষের জন্য রেশনের সমস্ত মাল দিলেও বেশ কিছুদিন ধরেই রেশনের চাল, আটা উপভোক্তাদের না দিয়ে অন্যত্র পাচার করা হচ্ছে।

আরও অভিযোগ তাঁদের, উন্নত মানের চাল, আটা সরিয়ে রেখে অপেক্ষাকৃত নিম্নমানের সামগ্রী বন্টন করা হচ্ছে। রেশনের সামগ্রী পাচারের খবর কিছুদিন ধরেই পাচ্ছিলেন এলাকাবাসী। এবার রাত জেগে হাতানাতে ধরে ফেলেন গ্রামের মহিলারা। একটি পিকআপ ভ্যানে পাচার করা হচ্ছিল।

শুক্রবার ভোর ৪ টার দিকে হবিবপুর থানার ঘোষপাড়ার কাছে গ্রামের মহিলারা গাড়ি দাঁড়ি করিয়ে চালের হদিস পান তাঁরা। পরে পুলিশে খবর দিলে মাল বোঝাই গাড়িটি আটক করে নিয়ে যায় থানায়। পুলিশ জানিয়েছে, মোট ১৫ বস্তা চাল, ৭ বক্তা আটা ছিল গাড়িতে। চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ।

গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় রেশনের দোকান থেকে তা পাচার করা হচ্ছিল। গ্রামের এক বাসিন্দা শিউলি কর্মকার বলেন,‘‌আমরা আমাদের প্রাপ্য রেশন থেকে বঞ্চিত হচ্ছিলাম। রেশনের যে সামগ্রী দেওয়া হচ্ছিল, তা অত্যন্ত নিম্নমানের। উন্নত মানের চাল, আটা অন্যত্র পাচার করা হচ্ছে। এদিন আমরা ধরে ফেলি। আমরা অপরাধীর উচিৎ শাস্তি চাই।’‌

Leave a Reply