অশোকনগর চৌরঙ্গী মোড়ে” মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’ র আবক্ষ মূর্তিতে মাল্যদান

Social

সোশ্যাল বার্তা : ভারতের একাদশতম রাষ্ট্রপতি ডাঃ এপিজে আবদুল কালাম তামিলনাড়ুর রামেশ্বরমে ১৯৩১ সালের ১৫ ই অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন এবং ২৭শে জুলাই ২০১৫ এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

ড: কালাম এর লেখা বিখ্যাত উইংস অফ ফায়ার এবং ইগনিটেড মাইন্ডস সহ অসংখ্য বই শিশু এবং প্রাপ্তবয়স্কদের স্বপ্ন অনুসরণ করতে অনুপ্রাণিত করে।

ডঃ কালামকে ১৯৯০ সালে পদ্মভূষণ এবং ১৯৯৭ সালে ভারত রত্ন দিয়ে সম্মানিত করা হয়েছিল যা দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান।

“মিসাইল ম্যান অফ ইন্ডিয়া” শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে একটি বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান। তিনি নেই তবুও ভারতীয়দের অন্তরে বাস করে চলেছেন।

ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিশ্ববরেণ্য বিজ্ঞানী ভারতরত্ন ডক্টর এ. পি. জে. আব্দুল কালাম এর তিরোধান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার  সকাল ৯ টায় অশোকনগর চৌরঙ্গী মোড়ে আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়।

শ্রদ্ধা জ্ঞাপন করেন অশোকনগর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় শ্রী সমীর দত্ত, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা মাননীয়া জয়া দত্ত ,অসিত কুমার দে (প্রাক্তন পৌর পিতা) অ.ক.পৌরসভা ১৮নং ওয়ার্ড অশোকনগরের কৃতি সন্তানেরা ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ।

Leave a Reply