নদীয়ায় জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস এর উদ্যোগে শুরু হলো সাত দিনের স্পেশাল ক্যাম্প

Social

সোশাল বার্তা: জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস এর উদ্যোগে সাত দিনের স্পেশাল ক্যাম্প শুরু হলো নদীয়ার ধুবুলিয়ায়।

কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ৫০ জন স্বেচ্ছাসেবক এই ক্যাম্পে অংশগ্রহণ করেছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে সামাজিক সচেতনামূলক বার্তা দিতে বেশ কয়েকটি সেমিনার এর ও আয়োজন করা হয়েছে ।

বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ কুমার রায় জানান সাত দিন ধরে চলবে এই ক্যাম্প। ছাত্র-ছাত্রীদের সেফ ড্রাইভ সেভ লাইফ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সাইবার ক্রাইম, ওমেন ট্রাফিকিং পরিবেশ বিষয়ক ও স্বচ্ছ ভারতের উপর বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে।

সোমবার এই ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ খান উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি লোকনাথ সমাদ্দার জানান “সারা বছর ধরেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এলাকার মানুষের সচেতনামূলক বার্তা দিতে বিভিন্ন কর্মসূচি করে থাকে এবারও জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়েছে সাত দিন ধরে চলবে এই কর্মসূচি”।

Leave a Reply