মলয় দে নদীয়া:- জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্যাপন করা হয়। এছাড়াও, ‘সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে’ বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন। উপলক্ষে আজ সারাদেশে পালিত হচ্ছে এই বিশেষ দিবস।
নদীয়ার শান্তিপুর কলেজ মাঠে আয়োজিত হয়েছিলো ইউনিভার্সাল ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স অফ হিউম্যান রাইটসের পক্ষ থেকে। আমন্ত্রিত হয়েছিলেন শান্তিপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। সংগঠনের রাজ্য এবং বিভিন্ন জেলা সংগঠনের কর্মকর্তাগণ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনদের সাথে আলোচনা করেন , নানান সমস্যা নিয়ে। সংগঠনের পক্ষ থেকে আগামীতে এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আগ্রহ প্রকাশ করেন।
অন্যদিকে মৌলিক অধিকার সম্পর্কে, সাধারণ মানুষকে অবহিত করা এবং অবহেলিত নিপীড়িত শোষিত মানুষের পাশে আইনি সহযোগিতা যোগাতে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। শিশু সুরক্ষা,গাছ কাটা, পুকুর ভরাট অবৈধ নির্মাণ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করে সচেতন করার অনুরোধ জানান, এ বিষয়ে তারা আশ্বাস প্রদান করেন সমস্ত রকম আইনী সহযোগিতা প্রদানের। তারা বলেন তাদের সংগঠন বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন আদালতের আইনজীবী এবং বিচারপতিগনের যোগদানে সৃষ্টি হয়েছে।