মলয় দে নদীয়া:- আবারো কৃষকের সন্তানসহ ফলন্ত গাছে দুষ্কৃতীদের কোপ। গহন কলাবাগানে মদ জুয়া সাট্টা চলে বিকালের পর থেকে রাতভোর। এমনই অভিযোগ কৃষকদের।
নদীয়ার শান্তিপুর শহরের ২৪ নম্বর ওয়ার্ডের, গঙ্গার ধার এলাকায় চারজন কৃষকের ফলন্ত আনুমানিক ৭০ -৮০টি কলাগাছের মোচাসহ কলার কাঁদি দুষ্কৃতীরা রাতভর কেটে ফসল নষ্ট করে গত দুদিন আগে। এরপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা করলেও, পুলিশের কোন ভূমিকা নেই বলেই তারা অভিযোগ করে। আজ খবর সংগ্রহ করে আসার পর জানা গেছে পুলিশ উপস্থিত হয়েছে ঘটনাস্থলে, কৃষকদের আশ্বস্ত করে দুষ্কৃতীদের খুঁজে বের করার ব্যাপারে।
অনিল সাহা অত্যন্ত দরিদ্র কৃষক তিনি সাতকাটা জমিতে কলা গাছ লাগিয়েছিলেন দু বছর আগে, মাঝেমধ্যেই দুই একটি করে কলার কাঁদিতে এলো পাতাড়ি কোপ দিয়ে নষ্ট করে। এবারেও তাই।
কৃষক নারায়ন মাহাতো জানান, বিকালের পর থেকে প্রত্যেক কলাবাগানের মধ্যে, চলে জুয়া সাট্টার আয়োজন, পিকনিকের নাম করে আসে মহিলারাও, সন্ধ্যের পরে মদ্যপান করে তাদের তাণ্ডব বাড়ে।পুলিশ গাড়ি রাস্তা দিয়ে টহল দিয়ে গেলেও গভীর কলাবাগানের মধ্যে কি হচ্ছে সে খবর তারা পান না।
অরবিন্দ মাহাতোর নাতি অয়ন মাহাতো জানান বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার দুই এক দিন বাকি এরই মধ্যে, সাত আটটি কলার কাঁদিতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে নষ্ট করেছে কাঁদিগুলিকে।
শ্রীকৃষ্ণ মাহাতো জানাচ্ছেন দেড় বিঘে জমিতে, আট দশটি কলার কাঁদি কেটে নষ্ট করেছে দুষ্কৃতীরা। তবে বহিরাগতদের থেকেও স্থানীয় দুষ্কৃতীদের তাণ্ডব বলে তিনি মনে করেন। তবে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না, বিকালে কিংবা সন্ধ্যেবেলায় পুলিশ কলাবাগানে রেড করলে, এ ধরনের অনেক অসামাজিক কাজকর্ম করা দুষ্কৃতীদের ধরতে পারবে।