ভ্যান-রিকশা চালকদের মধ্যে মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণে জাতীয় সেবা প্রকল্প

Social

সোশ্যাল বার্তা: একদিকে করোনা সংক্রমণ অন্যদিকে আমফান ঝড় সাধারণ মানুষের জনজীবন স্তব্ধ করে দিয়েছে । বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকসহ দিন আনা দিন খাওয়া মানুষ খুব সমস্যার মধ্যে আছেন । এই সমস্ত প্রান্তিক মানুষের সাহায্যে এগিয়ে এলো নদীয়া জেলার বগুলা পূর্বপাড়া হাইস্কুলের জাতীয় সেবা প্রকল্পের ছাত্রছাত্রীরা । আজ ৭ইজুন জাতীয় সেবা প্রকল্পের বতর্মান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বগুলা সহ পার্শ্ববর্তী এলাকার ১৫৫ জন ভ্যান, রিকশা চালকদের মধ্যে মাস্ক ও খাদ্যসামগ্রী -চাল,ডাল,আলু ও সয়াবিন বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার ও শিক্ষক শ্যামল কুমার টপ্পো , সহকারী শিক্ষক দেবাশীষ সরকার, প্রাক্তন সদস্য বিনয় বিশ্বাস, সলিল বিশ্বাস,অনিমেষ বিশ্বাস,রজত বিশ্বাস, ভাস্কর রায়,বিভাস বিশ্বাস, দেব্যজ্যোতি বিশ্বাস, অঙ্কিতা বিশ্বাস, রিলি টপ্পো , শোভন কুমার টপ্পো সহ অন্যান্যরা । এছাড়াও অসংখ্য শুভানুধ্যায়ী অভিভাবকদের উপস্থিতিতে কর্মসূচি সাফল্যের সাথে সম্পূর্ণ হয় । বিদ্যালয়ের এই ভূমিকায় খুশি স্থানীয় জনসাধারণ ।

Leave a Reply