পারিবারিক বিবাদের জেরে স্বামী ও শাশুড়ির হাতে আক্রান্ত স্ত্রী

Social

দেবু সিংহ,মালদা: পারিবারিক বিবাদের জেরে স্বামী ও শাশুড়ির হাতে আক্রান্ত স্ত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মোথাবাড়ি থানার মেহেরাপুর মাসমচক এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, আক্রান্ত স্ত্রীর নাম ডুলি খাতুন বয়স ২৬।

জানা যায় এদিন রাতে স্বামী আহমেদ রেকা বাড়িতে ফিরলে স্ত্রী তাকে রাতে খাবারের কথা বলে। এরপর স্বামী সহ শাশুড়ি ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে বেধরোক মারধোর করে বলে অভিযোগ। অন্যান্য পরিবারের লোকজনেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

Leave a Reply