খ্রিস্টান চার্চ স্কুলে ১২ বছরের এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য

Social

দেবু সিংহ,মালদা: মালদার গাজোল আগমপুর খ্রিস্টান চার্চ স্কুলে ১২ বছরের এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালে এলাকায়। জানা যায়, আগমপুরের ওই খ্রিস্টান চার্চ স্কুলের মৃত ছাত্রীর নাম পূজা হাঁসদা (১২)। বাড়ি গাজোল ব্লকের বাবুপুর অঞ্চলের হারগাছি গ্রামে।

পঞ্চম শ্রেণীর মৃত ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, আগমপুর খ্রিস্টান মিশন চার্চ স্কুলে বিগত আট মাস ধরে সেখানে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করত পূজা। হঠাৎ করে শুক্রবার বিকাল পাঁচটার ছাত্রীর বাবার কাছে ফোন আসে আগমপুর খ্রিষ্টান চার্চ থেকে যে তাঁর মেয়ের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। ওই পঞ্চম শ্রেণীর ছাত্রী পূজা তার বাবার সঙ্গেও কথা বলে জানিয়েছেন তার অসুখের কথা। তার এক ঘন্টা পর সাতটা নাগাদ খ্রিস্টান মিশন চার্চ থেকে ফোন আসে যে তার মেয়ে মারা গেছে। মেয়ের মৃত্যু খবর পেয়ে বাবা ছুটে আসে গাজোল গ্রামীণ হাসপাতালে এবং এসে দেখে মৃত্যু হয়েছে মেয়ের।

বাড়ির লোকজনেরা অভিযোগ জানায়, মেয়েকে কিছু খাওয়ানো হয়েছে, না হলে এক ঘন্টার মধ্যে কি করে তার মৃত্যু ঘটে? এ বিষয়ে তারা তদন্ত চাইবেন বলে জানান মেয়ে মৃত্যর জেঠু মেঘু হেমব্রম।

Leave a Reply