মলয় দে, নদীয়া:- করিমপুর বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা ২০১৩ সালে পুরস্কৃত শিক্ষাশ্রী সম্মান এবং ২০১৮ সালে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক শ্রী বিমলেন্দু সিংহ রায় আজ নদীয়া জেলার প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান হিসেবে কার্যভার গ্রহণ করলেন।
শ্রী বিমলেন্দু সিংহ রায় ২০১৯ সালে করিমপুর বিধানসভার উপ-নির্বাচনে জয়ী হয় এবং ২০২১ সালে পুনরায় জয়ী হয়ে বিধায়ক রয়েছেন। স্বল্প সময়ে করিমপুর বিধানসভায় অভূতপূর্ব উন্নতি সাধন দেখে করিমপুরের উন্নয়নের কান্ডারী বিধায়ক বিমলেন্দু সিংহ রায় কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়া জেলার প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করেছেন বলেই দাবি দলীয় কর্মীদের। সমগ্র করিমপুর বাসী, তথা নদীয়াবাসী এবং সমগ্র শিক্ষক মন্ডলীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি কৃতজ্ঞতা স্বীকার করেছেন মুখ্যমন্ত্রীর প্রতি। সকলে খুব খুশি প্রকাশ করেছেন।
তিনি কার্যভার গ্রহণ করার পরে সমস্ত আধিকারিক ও কর্মচারীগণের সাথে কুশল বিনিময় করেন। বিমলেন্দু সিংহ রায় জানিয়েছেন আগামী দিনে সমস্ত শিক্ষক মন্ডলীর ও প্রাইমারির ছাত্র-ছাত্রীদের জন্য সামগ্রিক উন্নয়নে তিনি সব সময় সবার সাথে থাকবেন।