মদন মাইতি: নন্দীগ্রাম-১ নম্বর ব্লক মৎস্য বিভাগের উদ্যোগে অভিনবভাবে মৎস্যজীবীদের সাথে নিয়ে, মৎস্য বিজ্ঞানী সহ হলদী – হুগলী নদীতে শুশুক ডলফিন ও ইলিশ মাছ সংরক্ষনে সচেতনতা কর্মসূচী গ্রহন করা হল ।
হলদী – হুগলী নদীতে শুশুক ডলফিন ও ইলিশ মাছ সংরক্ষনে সচেতন করতে অভিনব ভাবে নৌকা করে নদী পথে মৎস্যজীবিদের সচেতন করা হল। তার সাথে নন্দীগ্রাম-১ ব্লকের কেন্দেমারী, কাঁটাখালি, গাংরাচর প্রভৃতি এলাকায় মৎস্যজীবী গ্রামেও সচেতনতার সভা করা হয় । নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু সহ কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষনা কেন্দ্রের ডাইরেক্টর বসন্ত কুমার দাস, প্রধান মৎস্য বিজ্ঞানী অর্চন কান্তি দাস সহ গবেষক ও মৎস্যজীবীরা সম্মিলিতভাবে এই প্রচার অভিযান চালালেন। সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারী রিসার্চ ইনস্টিটিউটের (কেন্দ্রীয় অভ্যন্তরীণ মৎস্যচাষ গবেষণা কেন্দ্র) ডাইরেক্টর দেশের বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ডক্টর বসন্ত কুমার দাস বলেন, এই প্রোগ্রামটি ছিল কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ এবং ল্যাব জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং বিকশিত বৈজ্ঞানিক গবেষণা শেয়ার করা।
নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু বলেন, “জেলেদের শুশক ও ডলফিন প্রজাতিকে বাচিয়ে রাখতে সচেতন ভাবে নদী ও খালে সাবধানতা ভাবে মাছ ধরার আহবান জানানো হয় এ অনুষ্ঠানে। তার সাথে ইলিশ সংরক্ষনের সরকারি বার্তা ছড়িয়ে দেওয়া হয়”।
মৎস্যজীবিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে সফল ভাবে কর্মসূচী অনুষ্টিত হয়েছে এবং উপস্থিত মাছ আহরণকারী ও মৎস্য পেশায় নিযুক্ত মানুষজনের মধ্যে মৎস্যজীবী নিবন্ধকরন ফর্ম ও বিলি করা হয় ।