দেবু সিংহ,মালদা:ঃ-মালদা মালঞ্চের উদ্যোগে শুরু হতে চলেছে নাট্য উৎসব তার আগে রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ নাট্য প্রেমী দের নিয়ে মালদা কলেজ থেকে একটি পদযাত্রা বের হয়।ইংরেজবাজার শহরের ফোয়ারা মোর হয়ে, মালদা শহর পরিক্রমা করে মালদা কলেজ মাঠে এসে শেষ হয়।মালদা জেলার বিভিন্ন নাট্যদল পদযাত্রায় অংশগ্রহণ করে।
মালদা জেলার বিখ্যাত এবং প্রতিষ্ঠিত হিসেবেই পরিচিত মালদা মালঞ্চর নাট্যদল। মেলা শুরু হচ্ছে ৭ই থেকে ১১ই নভেম্বর পাঁচ দিনব্যাপী ভিন্ন ধরনের ৯টি নাটক নিয়ে আসছে মালদার মানুষের কাছে।উদ্বোধনে থাকছে মালদা মালঞ্চের নাটক সকাল বেলার রোদ্দুর,এছাড়াও থাকছে প্রথম রাজনৈতিক হত্যা সহ বিভিন্ন নাটক।মালদা মালঞ্চের কর্ণধার পরিমল ত্রিবেদী জানান,
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় এই নাট্য মেলা অনুষ্ঠিত হবে।রবিবার সন্ধ্যায় একটি পদযাত্রা করা হয়েছিল ৭ নভেম্বর শুরু হচ্ছে আমাদের নাট্য উৎসব মেলা সকলেই আসুন এই নাট্যোৎসবে জেলাসহ বিভিন্ন জেলা থেকে এই নাট্যোৎসবে বিভিন্ন ধরনের নাটকের দল অংশগ্রহণ করবে।