দেবু সিংহ,মালদা: মামার বাড়ি ঘুরতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ৪ বছরের পুত্র সন্তানের। গুরুতর জখম রয়েছেন মৃত পুত্রের মা-সহ আরও ৩ জন। টোটোতে যাওয়ার সময় পেছন থেকে একটি ম্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে জখম হন ৫ টোটো যাত্রী। তাঁদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর নাম সানিউল শেখ। মালদা মেডিক্যালে চিকিৎসাধীন মা আঞ্জুমা বিবি-সহ আরও ৩ জন।
জানা যায় তাদের বাড়ি ইংলিশবাজার থানার মিল্কির মাদিয়া এলাকায়। এদিন আঞ্জুমা বিবি ছেলেকে নিয়ে বাবার বাড়ি মোথাবাড়ি থানার সাটাঙ্গাপাড়ায় যাচ্ছিলেন। যাওয়ার পথে হরিশপুর সাট্টারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।