নদীয়ার রাস যাত্রায় নজর কাড়ছে এক টুকরো আন্দামান

Social

 

মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুর বড় গোস্বামী পাড়া বারোয়াযরী অ্যাসোসিয়েশন এর বছর ৪১ তম বর্ষ । ভাবনা বিষয় হিসেবে উপস্থাপিত করেছে এক টুকরো আন্দামান। আদিবাসীদের ব্যবহার্য হোগলা পাতা ,ঝিনুক, পাথর, বেল ফলের খোল, সাবাই ঘাস, নারকোল খেজুর পাতা, বেত নানান ধরনের জংলি লতা, ডাল ফল সংগ্রহ করে ১৯ জন মন্ডপ সজ্জা কর্মী, সুদীর্ঘ ১২ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এবার রাসের আকর্ষণ হতে চলেছে। এই মন্ডপটি কুচবিহারের দুর্গাপুজো এবং আলিপুরে কালী পুজোতে ব্যাপক সাড়া ফেলেছিলো। এবার শান্তিপুরের তৃতীয়বারের জন্য, তারা প্রস্তুত হচ্ছেন।

এসোসিয়েশনের সদস্যরা জানান, ধনেশ্বরী চা বাগান চিচিং ফাঁক এই ধরনের থিমের শিল্পকর্ম দেখে দর্শকদের বিশ্বাস তৈরি হয়েছে , এখানেই মেলে নতুনত্ব এবং শ্রেষ্ঠ শিল্পকর্মের নিদর্শন।

মূলত নটরাজ পুজো হয়ে থাকে তবে থিমের সাথে মানানসই করে পরিবর্তিত হয় প্রতিবছরই।

Leave a Reply