মলয় দে নদীয়া:-পশ্চিমবঙ্গ সরকার ও নদীয়া জেলা সমগ্র শিক্ষা মিশন এর উদ্যোগে আজ ১৬ই ডিসেম্বর২০১৯ সোমবার দুপুরে নদীয়ার নবদ্দীপ ব্লকের অন্তর্গত মহেশগঞ্জ নবদ্দীপ চক্র সম্পদ কেন্দ্র(সি এল আর সি) ভবনে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সরকারি ভাবে প্রতিবন্ধকতা শংসাপত্র প্রদান ও অ্যাসেসমেন্ট ক্যাম্প ।
এই দিনের এই ক্যাম্পের মাধ্যমে সমগ্র নবদ্দীপ ব্লকের অন্তর্গত নবদ্বীপ চক্র, নবদ্বীপ আরবান চক্র ও নবদ্বীপ উত্তর চক্রের অধীনস্থ প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক সহ বিভিন্ন বিদ্যালয়ে পাঠরত মানসিক, অস্থি, শ্রবণ, চক্ষু সহ বিভিন্ন বিভাগে অন্তর্ভুক্ত বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের বিভাগ অনুযায়ী প্রতিবন্ধকতা শংসাপত্র প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চিকিৎসক সহ নবদ্দীপ ব্লকের প্রতিটি চক্রে কর্মরত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা ও নবদ্দীপ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক(এস আই অফ স্কুলস) সৌরভ রায়।