বিদেশি ডাক্তার ! নদীয়ার ফ্রি মেডিকেল চেকআপ ক্যাম্পে উপচে পড়া ভিড় 

Social

মলয় দে নদীয়া :-বিলাত ফেরত নয় ,সরাসরি বিলেতের অভিজ্ঞ ডাক্তার নিয়ে এসে এগ্রোপেগ্লোবাল রীচ ফাউন্ডেশন রবিবার নদীয়ার শান্তিপুর ১৮ নম্বর ওয়ার্ডের তোপখানা পাড়া হরিজন সেটের ইন্ডিয়ান ক্লাবের সহযোগিতায় আনুমানিক পাঁচ শতাধিক বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

অন্য আর পাঁচটা হেলথ অ্যাওয়ারনেস এবং ফ্রি চেকআপ মেডিকেল ক্যাম্পের থেকে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ছয় জন অভিজ্ঞ বিদেশী ডাক্তারের আগমনে। যারা কেউ নেদারল্যান্ড কেউবা জার্মানি পর্তুগাল এমনকি ফ্রান্স থেকেও এসেছেন। অন্যদিকে অত্যন্ত প্রান্তিক পরিবার হওয়ার কারণে ওই এলাকায় পরিবারগুলো অত্যন্ত উপকৃত হয়েছে বলে জানান স্থানীয় ইন্ডিয়ান ক্লাবের সদস্যগণ।

তবে এই মহৎ কর্মযঞ্জর আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন, শান্তিপুরের ডাক্তার ডক্টর সুজন দাস এবং ডক্টর বাসুদেব দত্ত। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একভাবে দূর দূরান্ত থেকে খবর পেয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প চেকআপে আসেন আশেপাশের অন্যান্য এলাকার বহু মানুষজন। ভিড় সামলাতে স্থানীয় ক্লাব বারোয়ারির সমস্ত সদস্যরা হাতে হাত লাগান।
অন্যদিকে একটি ঘরে প্রান্তিক পরিবারের শিশুদের নাঁচ গান গল্প বলা ছবি আঁকা আবৃত্তির মধ্য দিয়ে, আনন্দদান করেন , সংগঠনের মহিলা সদস্যরা। সেখানেও শিশুরা বিদেশি প্রতিনিধি দেখে তাদের কথা শুনে আপ্লুত। যদিও বিদেশী ডাক্তারদের সাথে রোগীদের মাতৃভাষার সমন্বয়ে রক্ষা করেন সংগঠনের সদস্যরা। তারা বলেন এখান থেকে যদি বড়সড়ো কোন রোগ নির্ণয় হয় তাও বিনামূল্যে চিকিৎসা অপারেশন এবং ঔষধ মিলবে বিনামূল্যেই। এর আগেও সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন এলাকায় কাজ করেছেন তারা। করোনা পরিস্থিতির মধ্যে প্রায় প্রতিদিনই চলতো এ ধরনের ক্যাম্প। তবে বর্তমানে পরিস্থিতি দিয়ে কিছুটা স্বাভাবিক হওয়ায়, রাজ্যের বিভিন্ন এলাকা ঘুরে প্রতি মাসে একটি করে ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Leave a Reply