মলয় দে নদীয়া:- আবারও চরম উদাসীনতার নিদর্শন উঠে এলো নদীয়ার শক্তিনগর হাসপাতালে। শুধু উদাসীনতাই নয়, ভুল করে ডান পা প্লাস্টার করার বদলে বাঁ পা প্লাস্টার করে।
পরবর্তীতে ভূল বুঝতে পেরে ডান পা প্লাস্টার করা হয় ফলে শারীরিক পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠে। প্রাণসংশয় অবস্থায় তড়িঘড়ি কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এক বৃদ্ধাকে। মর্মান্তিক ঘটনাটি ঘটে নাকাশিপাড়া থানার অন্তর্গত আড়বেতাই গ্রামের এক ৬৫ বছর বয়স্ক মহিলার সাথে।
বৃদ্ধার পুত্র মহিদুল শেখ জানান, গতকাল দুপুরে তার ৬৫ বছর বয়সী মা আজিফা বেরা তার দাদার বাড়ি থেকে ফিরছিলেন হেঁটে। পথে একটি বেপরোয়া স্কুটি এসে তাকে ধাক্কা মারলে গুরুতর জখম হয় ডান পা। স্থানীয় একটি নার্সিং হোমে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখান থেকে শক্তি নগর হাসপাতালে স্থানান্তকরনের কথা বলে নার্সিংহোম কর্তৃপক্ষ।
শক্তিনগর হাসপাতাল অর্থোপেডিকের এর অধীনে চিকিৎসা হওয়ার পর সিটি স্ক্যান এবং আনুষাঙ্গিক পরীক্ষার পর বিকাল পাঁচটা নাগাদ প্লাস্টার করার উদ্দেশ্যে জন্য অপারেশন থিয়েটার রুমে পাঠানো হয়। এরপর তার শারীরিক পরিস্থিতি আরো অবনতি হয়। কিছুক্ষণ বাদে পুত্র মহিদুল লক্ষ্য করে মায়ের বাঁ পায়ে প্লাস্টার করা, অথচ ডান পায়ের কোনো চিকিৎসাই হয়নি। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের জানাজানি হতেই নতুন করে অন্য পায়ে প্লাস্টার করা হয় এবং তড়িঘড়ি কলকাতা এনআরএস হাসপাতালে স্থানান্তর করার জন্য উদ্যত হলে শক্তিনগর হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর পরিবারের মধ্যে বাঁধে বচসা। সংকটজনক মায়ের প্রাণ বাঁচানোর তাগিদে, তারা কলকাতায় রওনা হলেও, হাসপাতালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং থানায় লিখিত অভিযোগ করবেন বলেই জানিয়েছেন মহিদুল বাবু।