মলয় দে, নদীয়া:- দীর্ঘ লকডাউনে গন পরিবহন ব্যবস্থা বন্ধ থাকার সময়ও খুব বেশি সমস্যার মুখে পড়েন নি নদীয়ার কৃষকগন। তাদের উৎপাদিত ফসল স্থানীয় বাজারে ক্রেতার অভাবে বিক্রি করতে হতো কম দামে! পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে বিরাট বড় জায়গায় পণ্য পরিবহনের গাড়ি রাখার সুবিধা সম্বলিত এই কৃষক বাজারে নদীয়ার বিভিন্ন প্রান্তের কৃষকগণ তাদের উৎপাদিত ফসল খাজনা আড়ৎদারী ছাড়াই স্বাধীনভাবে বিক্রি করতে পারছেন। কলকাতা হাওড়া বা রাজ্যের বাইরে থেকে ক্রেতাগণ চাঁদা বা অন্যান্য কোন বাধা ছাড়াই সাবলীলভাবে বিভিন্ন আনাজ, শস্য দ্রব্য কিনতে আসেন আগ্রহের সাথে অন্যদিকে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছেন বলেই জানালেন। ধান হাট বা কিষাণ মান্ডি র মাধ্যমে সরকার দাঁড়িয়েছে কৃষকের পাশে জেলা ভিত্তিক আনাজ বিক্রির এই ব্যবস্থা কৃষকদের অনেকটাই সুবিধা করে দিয়েছে। শুধু মূল্যবান ফসল নয় কাঁচাহলুদ, বাতাবি লেবু, থানকুনি পাতা, থোড় মোচা, পেঁপে, চাল কুমড়ো, লাউ, পুঁইশাক, সজিনার শাক, কাঁচা কলা, নারকেল, সুপারি, কচুর লতির মতো অতি সাধারণ খাদ্যদ্রব্য দেদার বিকোচ্ছে উপযুক্ত মূল্যেই। প্রতিদিন বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলা ওই বাজারে স্থানীয় বহু যুবক কর্মের নতুন দিশাসা পেয়েছেন। অন্যদিকে ভ্যান ,টোটো, টেম্পু, মিনিম্যাটাডোর চালক এবং মালিকরাও দীর্ঘ লকডাউনে কর্মহীন হয়ে পড়েন নি শুধু এই বাজারের কারণে।