নদিয়া এবং পূর্ব বর্ধমান মধ্যবর্তী ভাগীরথী তীরবর্তী এলাকাতে আবার শুরু নদী ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

Social

মলয় দে নদীয়া:-ইতিপূর্বে বহুবার ভাগীরথীর ভাঙনের কবলে পড়েছে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ভাগীরথীর পারের মানুষজন। নদী গর্ভে বিলীন হয়ে গেছে একের পর এক গ্রাম। বিঘের পর বিঘে চাষের জমি, আস্ত বাড়ি, ভিটেমাটি সব চলে গেছে ভাগীরথীর করাল গ্রাসে। নিঃস্ব হয়েছে গ্রামবাসীরা। ঘর বাড়ি ছেড়ে প্রাণের ভয়ে রীতিমতো পালাতে হয়েছে গ্রামবাসীদের। নিরাশ্রয় হতে হয়েছে তাদের। ঠিক উল্টোদিকে নদীয়ার শান্তিপুর শহর এবং গ্রামীন বিভিন্ন এলাকাতেও মাঝে মধ্যেই ভাঙ্গন লক্ষ্য করা যায়। সেখানকার মানুষজনও যথেষ্ট দুশ্চিন্তায় থাকেন সারা বছর।

এই শীতের মরসুমে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত কিশোরী গঞ্জে ভাগিরথীর পারে নতুন করে আবার শুরু হয়েছে ভাঙন। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন। নতুন করে আবার ভাঙ্গন শুরু হওয়ায় মাথায় হাত পড়েছে এলাকাবাসীর। ভাঙনের ফলে নদী পারের প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে লম্বা ফাটল দেখা দিয়েছে। এর ফলে আতঙ্ক বেড়েছে নদী তীরবর্তী এলাকায়। ভাঙনের ফলে নদী ক্রমশ এগিয়ে আসছে জনবসতিপূর্ণ এলাকার দিকে এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষজন। গ্রামে যাতায়াতের রাস্তাটিও ভাঙ্গনের কবলে পড়েছে। আগামী বর্ষায় পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করবে এমনটাই আশঙ্কা করছেন এলাকাবাসী। এই অঞ্চলের মানুষের জীবিকা প্রধানত কৃষিকাজ। ভাগীরথীর পারে বিভিন্ন রকম ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে তারা। সেই সমস্ত জমিই যদি ভাঙনের ফলে নদীগর্ভে চলে যায় তাহলে কিভাবে দিন কাটাবে তারা। এই ভেবেই রীতিমতো চিন্তিত পূর্ব বর্ধমান এবং নদীয়া দুই পাড়ের এলাকাবাসী।

Leave a Reply