ছেলের হাতে আক্রান্ত বাবা ! কোলড্রিংসের কাঁচের বোতল দিয়ে বাবাকে মেরে রক্তাক্ত

Social

দেবু সিংহ,মালদা: ছেলের হাতে আক্রান্ত বাবা। ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রি আটটা নাগাদ মালদার কালিয়াচক থানার গাধ্যামোড় এলাকায়।

পরিবার সূত্রে জানা যায় আক্রান্ত বাবার নাম সালাল শেখ বয়স ৫৬। তার বাড়ি সংশ্লিষ্ট থানার খাস চাঁদপুর এলাকায়। জানা যায় বেশ কিছুদিন ধরে জায়গা জমি নিয়ে ছেলের সঙ্গে বাবার বিবাদ চলছিল। এই বিবাদ কে কেন্দ্র করে বাবাকে এদিন রাতে একা পেয়ে গাধ্যামোড় এলাকায় ছেলে কোলড্রিংসের কাঁচের বোতল দিয়ে বাবাকে মারধর করে বলে অভিযোগ। আশেপাশের লোকজনেরা রাস্তায় রক্তাক্ত অবস্থায় বাবাকে পড়ে থাকতে দেখে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কালিয়াচক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত্রি ১১ নাগাদ তার অবস্থা সংকটজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

Leave a Reply