নদীয়ায় রাসযাত্রা উপলক্ষ্যে প্রশাসনের সমন্বয় বৈঠক 

Social

মলয় দে নদীয়া:-বাঙ্গালীর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে অন্যতম অনুষ্ঠান হল নবদ্বীপের শ্রেষ্ঠ লোকউৎসব রাস উৎসব। আর এই রাস উৎসবকে ঘিরে ভারতবর্ষসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু ভক্তপ্রাণ মানুষ নবদ্বীপে আসে রাস যাত্রা দর্শণ করতে। আর হাতে গোনা কয়েকদিন পরই শুরু হবে এই উৎসব। এখন চলছে বিভিন্ন পূজা কমিটিগুলির প্রতিমা ও মন্ডপ তৈরীর কাজ।

এরই মধ্যে এদিন রাসযাত্রাকে সুষ্ঠ ভাবে পালন করতে নবদ্বীপ পুলিশ থানা ও কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে আয়োজন করা হয় বিভিন্ন পুজা কমিটি, ও মঠ মন্দিরসহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সমন্বয় সভা।

এদিন বিকাল ৫ টার সময় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক,পৌরপতি,উপ পৌরপতি সহ নবদ্বীপ পুর এলাকার পুরপ্রতিনিধি সহ বিভিন্ন পুজাকমিটি ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গত দুবছর আতিমারি করোণার বিধি নিষেধ থাকার কারনে এই রাস যাত্রা পালনে সেভাবে করা যায়নি।
এবছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিভিন্ন বারোয়ারী পূজা কমিটিগুলো তাদের নিজেদের মতো করে রাসযাত্রা পালনে উদ্যোগী হয়েছে। এদিন এর সভায় নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক অভিজিৎ চ্যাটার্জি বলেন, রাস উৎসব পালনের দিনগুলিতে বিভিন্ন পূজা কমিটির উদ্দেশ্যে কিছু নির্দেশ জানিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান করেন।

এছাড়াও নবদ্বীপ কেন্দ্রীয় রাস কমিটির পক্ষ থেকে প্রত্যেক বারোয়ারী কমিটিগুলোর কাছে আহ্বান জানান প্রশাসনের নির্দেশকে মান্যতা দিয়ে সুস্থভাবে পালন করার কথা বলেন ।এদিনের সভায় উপস্থিত বিভিন্ন বক্তা নবদ্বীপের রাস উৎসবকে সুন্দরভাবে পালন করে, দেশ তথা বিশ্ববাসীর কাছে নবদ্বীপের
সুনামকে তুলে ধরবেন।সব শেষে নবদ্বীপ পুলিশ থানা ও কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক সকলকে প্রাক রাসোৎসবের শুভেচ্ছা জানিয়ে এদিনের সভা সমাপ্ত ঘোষনা করেন।

Leave a Reply