নদীয়ায় অনুষ্ঠিত হলো ভারত সরকারের উদ্যোগে ডিস্ট্রিক্ট লেভেল যুব উৎসব ২০২২

Social

সোশ্যাল বার্তা : নদীয়ার মুড়াগাছা হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো জেলাস্তরীয় যুব উৎসব। ভারত সরকারের যুব মন্ত্রণালয়ের নেহেরু যুব কেন্দ্র নদীয়া উদ্যোগে ১৫ই অক্টোবর এই কর্মসূচি সম্পন্ন হল। নদীয়ার নাকাশিপাড়া থানার মুড়াগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। মুড়াগাছা ব্রেব সোসাইটি অফ ইয়ং ব্লাডের একান্ত সহযোগিতায় ডিস্ট্রিক্ট লেভেল যুব উৎসব ২০২২ অনুষ্ঠিত হলো সাড়ম্বরে।

এদিন যুব উৎসবের শুভ সূচনা করেন নাকাশীপাড়ার বিধায়ক কল্লোল খাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন নাকাশীপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি ব্রজেশ্বর রায়।উপস্থিত ছিলেন ইন্টারন্যাশানাল প্লেয়ার বাণী চক্রবর্তী, মুড়াগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিন্ময় ঘোষ সহ বিশিষ্টজনেরা।

শহর থেকে প্রত্যন্ত গ্রাম প্রতিটি জায়গার যুবক যুবতীদের অনন্য প্রতিভাকে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। একটি সুন্দর প্ল্যাটফর্ম উপহার দেওয়া প্রতিটি যুবক-যুবতীদের এই লক্ষ্য নিয়েই এদিন মুড়োগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই ডিস্ট্রিক লেভেল যুব উৎসব সারা ফেলল গোটা নদীয়ার বুকে।

এই প্রতিযোগিতামূলক উৎসবে মূলত ১৫ থেকে ২৯ বছরের ছেলেমেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। যুবক যুবতীদের মধ্যে ছটি ইভেন্ট ছিল। আঁকা, ইয়ং রাইটার্স কনটেস্ট পোয়েট্রি,মোবাইল ফটোগ্রাফি, ফোক এবং ট্র্যাডিশনাল ডান্স, এছাড়াও ইয়ুথ কনভেনশন ইভেন্টের মাধ্যমে যুবক যুবতীদের, অনন্য প্রতিভাবক দের উৎসাহিত করা হয়।

অনুষ্ঠান শেষে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগীদের মধ্যে একজন যুবতী জানায় মোবাইলের মাধ্যম ছবি তোলা এবং তা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সত্যি এমন অনুষ্ঠান আগে কখনও হয়েছে কিনা সে মনে করতে পারেনি। বিভিন্ন ক্লাবের সদস্য সদস্যরা সমবেত ভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। যারা এই প্রতিযোগিতায় ভালো ফল করেছে তাঁরা রাজ্যে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

নেহেরু যুব কেন্দ্র নদীয়ার ডিস্টিক্ট ইয়ুথ অফিসার রিজভী শাহনাজ রহমান জানান “আজাদীকা অমৃত মহোৎসব এর কর্মসূচি হিসেবে সারা দেশজুড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০০ যুবক-যুবতী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। যারা ভালো ফল করেছে তারা রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। যুবক যুবতীদের ক্ষেত্রে একটি অসাধারণ প্ল্যাটফর্ম”।

নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ বলেন, নেহেরু যুব কেন্দ্রের এই কর্মসূচির মাধ্যমে যুবক-যুবতীরা সামনের দিকে এগিয়ে যাবে ও নিজেদের প্রতি আত্মবিশ্বাস ফিরে পাবে।

 

Leave a Reply