রাজ্যে প্রথম এক অভিনব “ভার্চুয়াল মৎস্য খামার ভ্রমন ও সরাসরি অনলাইন প্রশিক্ষন” উদ্যোগ হলদিয়ায়

Social

সোশ্যাল বার্তা: করোনা অতিমারীর আবহে সকল প্রকার প্রতিবন্ধকতা কাটিয়ে হলদিয়া ব্লক মৎস্য বিভাগ এক অভিনব উদ্যোগ গ্রহন করল “ভার্চুয়াল মৎস্য খামার ভ্রমন ও সরাসরি অনলাইন প্রশিক্ষন”।

ভার্চুয়াল প্রশিক্ষনের মাধ্যমে মাছ চাষের বিভিন্ন বিষিয়ে একেবারে মাঠে নেমে সরাসরি মাছ চাষির মৎস্য খামার থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। হলদিয়ার আধুনিক মাছ চাষের বাস্তবিক দিক গুলো আলোচনা করছেন হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু এবং সাথে অভিজ্ঞ মাছ চাষিরাও মাছ চাষের অভিজ্ঞতা তুলে ধরছেন। সম্পূর্ন রূপে প্রযুক্তি নির্ভর এই প্রয়াস । এটা পরিচালনা করছেন হলদিয়া ব্লকের মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু।

৩রা ও ৪ঠা জুন ২০২১ দুদিনের এমনি এক ভার্চুয়াল অনলাইনে মৎস্য খামার থেকে সরাসরি ফিশারী ফার্মের কার্যকলাপ সহ মাছ চাষের বিভিন্ন বিষয়ে আলোচনা হল। দুই দিনের এই কর্মসূচীতে কলকাতাতে অবস্থিত নেওটিয়া বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্রদের হলদিয়া ব্লকের মাছের খামার ও মাছের হ্যাচারীর কার্যকলাপ অনলাইনে দেখান হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু ।

এই বিষয়ে হলদিয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় দাস বলেন এই করোনা অতিমারী লকডাউন সময়ে মাছ চাষে অনলাইনে ট্রেনিং ব্যাবস্থা করা হচ্ছে আগামীতে যদি কোনো মৎস্যচাষি বা ছাত্র ছাত্রী কেউ আগ্রহী হলে ভবিষ্যতে এরকম ভার্চুয়াল প্রশিক্ষন ব্যাবস্থা আরো করা হবে।
হলদিয়া ব্লকের মৎস্যচাষ আধিকারিক সুমন কুমার সাহু বলেন গ্রাউন্ড লেভেল থেকে মাছ চাষিদের চাষের অভিজ্ঞতা সহ চাষের প্রশিক্ষন দেওয়া হবে যাতে এই করোনা পরিস্থিতেও চাষের প্রযুক্তি গত দিক সম্প্রসারণে কোনো বাধা থকেবে না,করোনা উত্তর নতুন স্বাভাবিক পরিস্থিতেও মাছ চাষের সম্প্রসারণ ঘটবে।
হলদিয়া ব্লকের অভিনব এই “ভার্চুয়াল মৎস্য খামার ভ্রমন ও প্রশিক্ষন” কর্মসূচীতে হলদিয়ার মাছ চাষিরা যেমন উদ্দীপিত হচ্ছেন তেমনি অনলাইনের মাধ্যমে প্রশিক্ষার্থীরা একেবারে ঘরে বসে সবাই মৎস্য খামারের ভার্চুয়াল ট্যুর করতে পারছেন, হচ্ছে মতের আদান প্রদান ও প্রশিক্ষন। হলদিয়ার মৎস্য কর্মাধ্যক্ষ গোকুল মাজি জানান ডেকান রুই, পেংবা, আমুর, আমেরিকান পমফ্রেট প্রভৃতি মাছ যেমন রাজ্যে প্রথম হলদিয়ায় হয়েছে তেমনি এরকম ভার্চুয়াল মৎস্য খামার ভ্রমন ও সরাসরি প্রশিক্ষন রাজ্যে প্রথম যা হলদিয়ার মাছ চাষের অগ্রগতিতে আরো শ্রীবৃদ্ধি করবে।

Leave a Reply