সোশ্যাল বার্তা: নদীয়ার সংশোধনাগারে নাটক পরিবেশন করবে সংশোধনাগারের আবাসিকরা।
২০ অক্টোবর ২০২২ বেলা ৩ টেয় কৃষ্ণনগর জেলা সংশোধনাগারের আবাসিকরা প্রদর্শন করবে নাটক ‘বিপ্লবী সন্ন্যাসী শ্রী অরবিন্দ’।
জানা যায়, ঋষি অরবিন্দের সার্ধশতবর্ষ জন্মজয়ন্তীতে তাঁর অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য জানাতেই এই উদ্যোগ।
নাটকটির রচনা ও নির্দেশনা সুশান্ত কুমার হালদার। প্রযোজনা- কৃষ্ণনগর সিঞ্চন। সমস্ত উদ্যোগ ও আয়োজন- রামকৃষ্ণ মঠ ও মিশন, বেলুড় মঠ এবং পশ্চিমবঙ্গ সরকার সংশোধন পরিষেবা।
উল্লেখ্য, বিগত আট বছর ‘থিয়েটার এস এ থেরাপি প্রোগ্রাম’ পরিচালনা করছে সংশোধনাগারের আবাসিকদের নিয়ে। অপরাধীদের মানসিক ও সামাজিক সংস্কার এই কর্মসূচির লক্ষ্য।