সবুজ ধ্বংস : ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পলাতক গাছ মাফিয়া আটক মোটর ভ্যান চালক

Social

মলয় দে নদীয়া :-আবারো সবুজ ধ্বংস প্রকাশ্য দিবালোকে জন মানবের উপস্থিতিতেই।

নদীয়ার শান্তিপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম সংলগ্ন একটি জমিতে গতকাল সকাল থেকে আম কাঁঠাল সেগুন নারকেল সহ মোট ছটি গাছ কাটা হয়।
জানা যায় ওই জমির মালিকের মৃত্যু হওয়ার পর, তার স্ত্রী ,স্থানীয় এবং শান্তিপুরের বিভিন্ন জায়গার ৭ জন প্রোমোটার কে ওই জমি ব্যবস্থা করছেন। আগেও চলছে বৃক্ষ ছেদনপর্ব।

শান্তিপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুপুর তিনটা নাগাদ, ততক্ষণে বেশ কিছু গাছ নিয়ে চলে গেছে গাছ মাফিয়ারা, একজন মোটর ভ্যান চালক এবং বেশ কিছু গাছের অংশ এবং একটি পূর্ণ গাছ তারা আটক করে। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় ওই মটর চালকে।

এলাকায় প্রকাশ্যে কেউ মুখ খুলতে না চাইলেও, জানা যায় প্রোমোটারদের বকশিশ হিসাবে নগদ অর্থ মদ পেয়ে থাকে এলাকার কিছু যুবক, প্রান্তিক পরিবারের সদস্যরা পায় জ্বালানি হিসাবে গাছের সরু ডালপালা। আর এভাবেই প্রতিবাদের বাকরুদ্ধ করে থাকেন তারা।
তবে জমির পাশ থেকে পৌর স্টেডিয়াম রোডের রাস্তা দিয়ে যাওয়া যায় না, ভিনপাড়া এবং এ পাড়ার কিছু মধ্য যুবকদের অকথ্য গালিগালাজ এবং অসামাজিক পরিবেশের জন্য ‌।

সম্প্রতি নদীয়ার শান্তিপুর লাইব্রেরী হলে কাষ্ঠ ব্যবসায়ী সমিতিদের সভায় বিধায়ক চেয়ারম্যান ব্যবসায়ী সমিতির সভাপতি উপস্থিতিতে কাস্ট ও ব্যবসায়ীর এক সদস্যর বিতর্কিত মন্তব্যের জেরে রাজনৈতিক এবং প্রশাসনিক গুঞ্জন শুরু হয়।তিনি আরো বলেন বনদপ্তর ছাড়া পুলিশের বাধা দেওয়ার কোন আইন নেই। যদিও বনদপ্তর সূত্রে জানা গেছে, স্থানীয় বিডিও এবং থানার ওসিকে এ বিষয়ে পূর্ণ দায়িত্ব দেওয়া থাকে। কাষ্ঠ ব্যবসায়ীদের কথা অনুযায়ী তারা কখনো অবৈধভাবে গাছ কাটেন না আর আজকের হাতেনাতে ধরা পড়া এই কাজের বিরুদ্ধে প্রশাসন কি ভূমিকা নেয়, এখন সেই অপেক্ষায় পরিবেশ কর্মীরা।

Leave a Reply