দেবু সিংহ,মালদা: “বিবাহের পূর্বে রাশি বা কোষ্ঠী বিচার নয রক্ত বিচার করুন” কে সামনে রেখে ,মালদা জেলার গাজোল ব্লকের গারাধুল হাই স্কুলের উদ্যোগে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখা ও ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হল গারাধুল হাই স্কুল প্রাঙ্গণে ।
১২০ জন ছাত্র-ছাত্রীর থ্যালাসেমিয়ার বাহক নির্ণয় করা হয় । থ্যালাসেমিয়ার বাহক নির্ণয় শিবিরের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরি করতে আয়োজন করা হয়েছিল সেমিনারের ।
এই প্রসঙ্গে মূল্যবান বক্তব্য পেশ করেন ডা: বি কে ঘোষ, মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, অনিল কুমার সাহা রক্তদান শিবির আহ্বায়ক ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা ।
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন গারাধুল হাই স্কুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী বিষ্ণুপদ রায় ।