সোশ্যাল বার্তা: বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে নদীয়া জেলার কৃষ্ণনগর ২নং ব্লকের ধুবুলিয়া প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে বুধবার বিনামূল্যে পথ কুকুরদের জলাতঙ্ক রোগের টিকাকরন কর্মসূচী অনুষ্ঠিত হঌ।
শিবিরে ৫০ টি পথকুকুরের জলাতঙ্ক রোগের টিকাকরণ করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ শুভেন্দু দাস , ডাঃ ফিরোজ মুস্তাকিন ইসলাম , শ্রী রূপক চন্দ্র দাস, শ্রী অরিন্দম ভট্টাচার্য এবং Love for Paws নামক স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুযায়ী — জলাতঙ্ক (রেবিজ) রোগটি ভ্যাকসিন দ্বারা প্রতিরোধ যোগ্য অতি সংক্রমক মারণ রোগ । পৃথিবীর মধ্যে প্রায় ১৫০ টিরও বেশি দেশে এর প্রকোপ রয়েছে । মানুষের মধ্যে জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান উৎস (প্রায় ৯৯ শতাংশ) হল কুকুর । এছাড়াও আছে শিয়াল, নেকড়ে, রেকুন, বাদুড় ইত্যাদি প্রাণী । প্রতিবছরের প্রায় ৫৫ হাজারেরও বেশি লোকের জীবনহানি ঘটে এই রোগে যার বেশিরভাগটাই এশিয়া ও আফ্রিকা মহাদেশের । ভারতবর্ষে সংখ্যাটি প্রায় ১৮ থেকে ২০ হাজার । এছাড়াও বহুক্ষেত্রে যথাযথ রিপোর্ট করা হয় না, বিশেষত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে ।প্রায় ৩০ শতাংশের অধিক জলাতঙ্ক রোগে মৃত্যু ১৫ বছরের কম বয়সী শিশুদের কুকুরের কামড় থেকে ঘটে । এই রোগে মৃত্যুর হার ১০০ শতাংশ । রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পর কোন চিকিৎসাই কার্যকরী নয় । প্রতিটি কুকুরকে টিকাদানের আওতায় নিয়ে আসাই রোগ প্রতিরোধের কার্যকরী হাতিয়ার । কিন্তু পথকুকুরের টিকাদানের জন্য পর্যাপ্ত ব্যবস্থার অভাব, প্রাথমিক চিকিৎসার বিষয়েও জনগণের সচেতনতার যথেষ্ট অভাব । অপর্যাপ্ত পরিচর্যা ও প্রতিরোধ ব্যবস্থার অভাবজনিত কারণে রোগ নিয়ন্ত্রণ যথেষ্টই কঠিন হয়ে পড়ে । জলাতঙ্ক রোগ প্রতিরোধক অ্যান্টিরেবিস ভ্যাকসিন ও অ্যান্টিবডি (ইমিউনোগ্লোবুলিন)-র সঠিক ব্যবহারে বহু মৃত্যুর আটকানো সম্ভব ।