মলয় দে,নদীয়া :- প্রায় মাসখানেক আগে ফুলিয়া থেকে কেদারনাথের দৌড়ে গিয়েছিলেন মাহি। পরশু ফুলিয়া স্টেশনে নামার পর ফুলের মালা পরিয়ে সংবর্ধনা ও মিষ্টিমুখ করিয়ে বরণ করে নিলেন ফুলিয়াবাসি। করোনা পরিস্থিতির মধ্যে সকলকে সুস্থ থাকার দাওয়াই হিসেবে, ফিট ইন্ডিয়া মুভমেন্টের সবুজ ঘাসের উপর দৌড়ানোর বার্তা দেন দৌড়বাজ মাহি। মাহির ভালো নাম মোহিতোষ ঘোষ। নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া বুঁইচায় তার বাড়ি। তাকে দেখে সবুজ মাঠে দৌড়াতে আসা বন্ধুর সংখ্যা এখন বৃদ্ধি পেয়েছে অনেকটাই । শিবনিবাস , নবদ্বীপ , তারকেশ্বর, দীঘা , দার্জিলিং এই রকম বিভিন্ন জায়গায় পরিবেশের বার্তা নিয়ে ছুটে পৌঁছে গেছেন মাহি । এবারে ও লম্বা দৌড়ে পারি দিয়েছিলেন চার সাইকেল বন্ধুকে সঙ্গে নিয়ে। মাস্টার ডিগ্রি সমাপ্ত করার পর এই যুবকের প্রধান বার্তা দৌড়েই সুস্থ রাখা যায় শরীরকে। সমগ্র ফুলিয়া তো বটেই গোটা নদিয়াবাসী কুর্নিশ জানিয়েছে ।