নদীয়ার কৃষ্ণনগরের তিনটি বিখ্যাত দুর্গাপূজা ! জানুন বিস্তারিত 

Social

মলয় দে নদীয়া:- গতবার জগদ্ধাত্রী পুজোয় বিখ্যাত বুর্জ খালিফা দেখতে ভিড় করা নিয়ে উদ্বিগ্ন ছিল প্রশাসন। জেলার চমক দেওয়ার অন্য নাম পাত্র বাজার বারোয়ারি, জগদ্ধাত্রী হোক বা দুর্গাপূজো এবার দুর্গা পুজোয় তাদের ৮৩ তম বর্ষ। অন্তিম লগ্নে মন্ডপ শয্যা চলছে জোর কদমে।

নিউক্লিয়ার পরিবারে বিরক্ত হওয়া বর্তমান সমাজকে বিশেষ বার্তা দিতেই একান্নবর্তী নামকরণ হয়েছিলো দুর্গাপুজোর। তিন বছরের পুজো হলেও সেই নাম আজ সারা জেলা জুড়ে পরিচিত, অবশ্যই তা দুর্গাপুজোর কারণে। প্রশাসনিক এবং প্রত্যেক জনপ্রতিনিধিই হাজির হন এই পুজো দেখতে। এবারেও পশ্চিমবঙ্গ সরকারের দুই মন্ত্রী তিন বিধায়ক এবং নদীয়া জেলা পরিষদের সভাধিপতি আসছেন বলে দাবি করেছেন উদ্যোক্তারা।

কৃষ্ণনগর ঘূর্ণি তরুণ সংঘ এবার একাত্তরে পা দিচ্ছে। লন্ডন টাউন হল এর আদলে মন্ডপসজ্জা দেখার প্রতীক্ষায় নদীয়া বাসী। প্রতিমা নির্মাণ করছেন বিখ্যাত শিল্পী সুদীপ্ত পাল।

সামাজিক সাংস্কৃতিক কাজকর্মের সাথে সারা বছর ওতপ্রোতভাবে যুক্ত থাকা এই ক্লাব করোনা পরিস্থিতির মধ্যে একটি পাকাপাকিভাবে অক্সিজেন প্লান্ট বসিয়েছিলেন মানুষের কথা ভেবে।

Leave a Reply