মলয় দে নদীয়া :-কম সংখ্যক হলেও আজও মানুষের স্বার্থে মানবিকতা বেঁচে আছে। কৃষ্ণনগরে এমনই এক ঘটনার সাক্ষী রইল । কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে তৈরি হতে চলেছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান। এই প্রজেক্ট এর মাধ্যমে শহরবাসী উপকৃত হবেন বলে জানান কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রিতা দাস। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান এই প্রজেক্ট তৈরি হলে শহরবাসী কতটা উপকৃত হবেন তা বিস্তারিত বলেন কৃষ্ণনগর পৌরসভার সিআইসি মেম্বার শিশির কর্মকার।
তিনি জানান শহরের ড্রেনগুলি যে দুর্গন্ধযুক্ত পচা জল থাকে সেই জল যেখানে নদীতে মিশছে সেখানে প্রয়োজন দু-তিন কাঠা জমির, কিন্তু কৃষ্ণনগর পৌরসভা সেই জমি পাচ্ছিল না। অবশেষে এক সহৃদয় মানুষ। কৃষ্ণনগর পৌরসভাকে তাদের জমি দান করে মানুষের স্বার্থে। কৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন চেয়ারম্যান রিতা দাস এবং শিশির কর্মকার। এই প্রজেক্ট গভর্নমেন্ট থেকে এপ্রুভ হওয়ার পর কাজ শুরু হয়ে তিন মাস পর তৈরি হয়ে যাবে।শিশির বাবু আশ্বাস দেন শহরবাসী ভবিষ্যতে এই প্রজেক্ট এর মাধ্যমে প্রচুর উপকৃত হবে।
আলো দেবীর ত্যাগের আলোতে উপকৃত হবেন গোটা শহরবাসী, বাঁচবে নদী। এক ইতিহাস রচিত হলো আজ। যাঁতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম।