নদীয়ায় স্বামীকে খুনের অভিযোগে স্ত্রীর তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

Social

মলয় দে নদীয়া :-গত ১৬ ই সেপ্টেম্বর সাতসকালেই নবদ্বীপে এক ব্যাক্তির মৃত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছিল নবদ্বীপ ব্লকের মাঝের চরা কলোনি পাড়ায় এলাকায়।পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম সুর্যেলল শেখ, বয়স আনুমানিক ৪৭।

এলাকাবাসীরা বলেন, ঐ দিন সকালেই দেখতে পায় এলাকার একটি তাঁতের কারখানার পাশেই তাঁর দেহটি পড়ে থাকতে এবং তাঁর শরীরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে আমরা তাঁর পরিবারকে খবর দেই।

মৃতের ভাইপো নাসিম শেখ বলেন, সকালেই আমি শুনি কাকা গলায় দড়ি দিয়েছে। এরপর ঘটনাস্থলে যাই এবং শরীরে রক্তের দাগ দেখতে পাই। তিনি আরো বলেন, স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হতো। তবে এই ঘটনার পর থেকেই মৃতের স্ত্রী রজিনা বিবি পলাতক ছিল বলে জানায় এলাকাবাসী। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এসে দেহটিকে সেখান থেকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতের পরিবারের তরফে নবদ্বীপ থানায় খুনের অভিযোগ দায়ের করে মৃত ব্যাক্তির স্ত্রীর বিরুদ্ধে।

অভিযোগ পেয়ে তদন্তে নামে নবদ্বীপ থানার পুলিশ।
পুলিশ তদন্তে নেমে মৃতের স্ত্রী রজিনা বিবি কে গ্রেপ্তার করে আজ নবদ্বীপ আদালতে পাঠায়। আদালতে বিচারক তাকে তিন দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেয়।

Leave a Reply