মলয় দে নদীয়া’:- ঠিক মাসখানেক আগে আসন্ন পৌরসভা নির্বাচনের দেওয়াল দখল করতে শান্তিপুরে দিনরাত এক করে বিজেপি ,সিপিএম ,তৃণমূল , কংগ্রেস যুদ্ধকালীন তৎপরতায় যুবকরা বেরিয়েছিল , চুনের গোলা নিয়ে। বাছাইকরা দেওয়াল গুলিতে তৃণমূল, বিজেপি কংগ্রেস ,সিপিআইএম , সহ প্রত্যেকটি দলের। কিন্তু সে গুড়ে বালি! করোনার থাবা গ্রাস করলো গোটা জনজীবনকে। ভোট প্রায় অনিশ্চিত।
আজ নদিয়ার শান্তিপুরে শহরেরর সাহেব ডাঙ্গা পাড়া লেনে সকাল সকাল একদল যুবককে দেয়াল লিখতে দেখে সবাই হতবাক! সেকি এই সময়ও রাজনীতি? ক্ষণিকেই ভ্রম কাটল সকলের, এত করণা সম্পর্কিত সাবধানতার লিখন। অতি উৎসাহী দর্শকদের লক ডাউনের মধ্যে ১০-২০ জনের জমায়াতে অখুশি হলেও , বিষয়টি অভিনব এবং বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় বলে মনে করেন অনেকে।