নদীয়ায় লোহার কাঠামো দিয়ে মন্ডপ সজ্জা ! থিম আলোয় ভুবন ভরা

Social

মলয় দে নদীয়া :- নদীয়ার নবদ্বীপ শহরে হেরিটেজের তকমা পড়েছে। আর এই হেরিটেজ শহরে বিভিন্ন দুর্গাপুজোর বারোয়ারী কমিটি গুলি একে অপরকে টক্কর দিতে ব্যস্ত। ৭৩ তম বর্ষে মনিপুর দুর্গোৎসব কমিটির এবছরের থিম ‘আলোয় ভুবন ভরা’। তবে এর মূল বৈশিষ্ট্য লোহার কাঠামো দিয়ে তৈরি অপূর্ব এই মন্ডপটি এবার দেখা যাবে নবদ্বীপের মনিপুরে এই প্রথম।

বাকি আর মাত্র কটা দিন। তাঁর পরেই বাংলা ও বাঙ্গালির শ্রেষ্ঠ উত্‍সব দূর্গাপুজা। এ সময় তাই দুর্গাপুজো আয়োজকদের মধ্যে চলছে জোর কদমে প্রস্তুতি। নবদ্বীপ শহরে যে সমস্ত দুর্গাপুজো হয় তাঁর মধ্যে অন্যতম হলো মনিপুরের দুর্গোৎসব কমিটির পূজা। এবছর তাঁদের ৭৩ তম বর্ষের পুজা। বিগত দুই বছর করোনা অতিমারীর করনে এবছর ধুমধাম করেই পুজো করছেন তাঁরা। মনিপুর দুর্গোৎসব কমিটির পুজোর বৈশিষ্ট্য এবারে ঠাকুর, মণ্ডপ, আলো, মিউজিক সবকিছুতেই একটা নতুন বৈশিষ্ট্য দেখা যাবে। মন্ডপের ক্ষেত্রে নবদ্বীপে এই প্রথম লোহার কাঠামো দিয়ে মন্ডপ সাজানো হচ্ছে বললেন পুজো কমিটির সম্পাদক মানস সাহা

Leave a Reply