মদন মাইতি, এগরা: নীল-সাদা ইউনিফর্ম এবং তাতে বিশ্ব বাংলার লোগো ব্যবহারের সরকারি ঘোষণার বিরুদ্ধে ফের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিল লক্ষ্য করা গিয়েছে পূর্ব মেদিনীপুরে।তবে এবার সেই জেলাতে পোশাক পরিবর্তনের প্রতিবাদ ক্রমশ বাড়ছে।
কাঁথির পর এবার এগরা মহকুমার ভবানীচক হাইস্কুলে পোশাক বিতরণ করতে এলে সেখানকার বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা মিলে প্রতিবাদ জানাতে থাকে। তাদের কথায় ,এই বিদ্যালয়ে বহু মানুষের আবেগ জড়িয়ে আছে।তাই স্কুলের পোশাকের রঙ ও লোগো পরিবর্তন নিয়ে ঘোর আপত্তি তোলেন তাঁরা। অন্যান্য স্কুলের প্রাক্তনীদের মতেও, স্কুলের নির্দিষ্ট লোগো সেই স্কুলের নির্দিষ্ট স্মৃতি এবং পরিচয়। এগুলি কোনওভাবেই পরিবর্তন করতে দেওয়া যায় না।
পাশাপাশি একইভাবে কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়ে আজ পোশাক বিতরণের জন্য নিয়ে এলে বর্তমান ও প্রাক্তন ছাত্রীরা মিলিত হয়ে প্রতিবাদে সামিল হন। ফলে পোশাক ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ভবানী চকে আন্দোলনের নেতৃত্ব দেন কৃষানু দাস, সুকোমল দাস, গোকুল পাত্র, অমিত পন্ডা, তাপস পাল প্রমুখ। কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন সৌমী দাস, মঞ্জুশ্রী গুড়িয়া, বিদিশা পন্ডা, তনুশ্রী দাস, সুমিতা দাস প্রমুখ। শিক্ষাঙ্গন ঐতিহ্য রক্ষা মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন পিয়ালী সিং, সুদীপ্ত জানা, সৌমেন দিন্দা, মওদুদ আলম খান, প্রত্যুষ মাইতি,অনুপম চৌধুরী, সৌভিক মাইতি প্রমূখ। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সর্বস্তরের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষাঙ্গন ঐতিহ্য রক্ষা মঞ্চের পক্ষে অরূপ দাস ও তেহেরান হোসেন।