মদন মাইতি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি হিসেবে উত্তম বারিকের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৮ মে প্রয়াত হয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তার পর থেকে ওই পদটি ফাঁকাই ছিল।১৪ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির শূন্যপদ পূরন করার হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা পরিষদের সভাধিপতি হওয়ার দৌঁড়ে ছিলেন তিন জন। শেষ পর্যন্ত মঙ্গলবার, খড়্গপুর শিল্পতালুকে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ সদস্য এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এখানে আগামী পঞ্চায়েত পর্যন্ত জেলা পরিষদের সদস্য হিসেবে বেছে নিলেন উত্তম বারিককে।
উত্তম বারিক দীর্ঘদিনের জেলা পরিষদের সদস্য। ২০২১ এ পটাশপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিধায়ক হন। কার্যত মুখ্যমন্ত্রী এই বাছাই পর্ব সারলেন সকলের মতামত নিয়ে।
নতুন দায়িত্ব পাওয়া পর উত্তম বারিক জানিয়েছেন, “আমি নেত্রীর নির্দেশে মানুষের পাশে থেকে মানুষের সেবা করব। আজ আটজন আসেননি, অসুস্থতার কারণে। বাংলার বাড়ি এবং গ্রামীণ রাস্তা নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে সেই কাজগুলি করব।” কেন্দ্রীয় সরকার থেকে টাকা না আসার যে অভিযোগ বার বার তুলছে রাজ্যের সরকার, সেই প্রসঙ্গে উত্তম বাবু বলেন, “দরকার নেই কেন্দ্রীয় সরকারের টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার জনসভায় বলেছেন, কেন্দ্রীয় সরকারের টাকা দরকার নেই। আমরা বাংলার মানুষের উন্নয়ন করে দেখিয়ে দিতে পারব। বিগত ১১ বছর ধরে যেভাবে আমরা বাংলার মানুষের পাশে আছি, সেভাবেই থাকব। মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করবেন।”
আপাতত, পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের এই নতুন সভাধিপতি নির্বাচন তৃণমূলের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেদিকে অবশ্যই নজর থাকবে বিশেষজ্ঞদের।