মহিষাদলঃ দীর্ঘ কোভিড পরিস্থিতি কাটিয়ে একমাস হলো স্কুল কলেজের পঠনপাঠন চালু হয়েছে। স্কুলে প্রানীয় জলের সমস্যার অভিযোগ তুলে মহিষাদল – গেঁওখালী রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল রাজচকের রাজচক নিউ প্রাইমারি বিদ্যালয়ের পড়ুয়া ও স্থানীয় অভিভাবকরা। অভিযোগ, স্কুল খুলেছে এক মাস হলো। স্কুলে পানীয় জলের কল খারাপ থাকার কথা জানানো হলেও স্থানীয় প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহন করেনি। তাই সরকারের নজরে আনার জন্য আমাদের এই প্রয়াস। প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ ও বিক্ষোভ। বিক্ষোভের জেরে অবরোধ হয়ে রয়েছে রাজ্য সড়ক, যানযট তৈরি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে সামাল দেয়।