মলয় দে নদীয়া :-জনসংখ্যা বৃদ্ধির সাথে, বদলাচ্ছে মানুষের জীবনযাত্রা, অপরাধের তালিকাও একদিকে যেমন লম্বা হচ্ছে তেমনি নতুন নতুন উপায়ে কখনো বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে অপরাধ সংগঠিত করছে দুষ্কৃতীরা।
পুলিশ প্রশাসনকে হতে হচ্ছে যুগোপযোগী, সেই সাথে সাধারণ মানুষকেও নিজেদের আত্মরক্ষা এবং বিচক্ষণতা বর্ধক বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছেন।
রবিবার নদীয়ার নবদ্বীপে নারী পাচার, বাল্যবিবাহ, শিশুশ্রম, যৌন নির্যাতন নিয়ে পুলিশের সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশের সাইবার ক্রাইম থানার আধিকারিক, নবদ্বীপ থানার আধিকারিক সহ অনেকে। বেলা বারোটায় নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সচেতন নাগরিক বিভিন্ন ক্লাব সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপস্থিতি হার ছিল চোখে পড়ার মতো। প্রশ্ন উত্তর পর্বের মধ্য দিয়ে বিভিন্ন বিষয় আলোচিত হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তা সামান্য কয়েকজন পুলিশ কর্মীর পক্ষে সম্ভবপর হয়ে ওঠেনা তাই প্রযুক্তিকে কাজে লাগিয়েই নিজেদের নিরাপদ রাখা নিয়মিত পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।