দেবু সিংহ, মালদা: বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার মঙ্গলচন্ডীর পুজোতে ভিড় মহিলাদের। মালদা শহরের কালিতলা এলাকায় একটি কালীমন্দিরে ভিড় জমান শতাধিক মহিলা।
জানা যায়, পরিবারের মঙ্গল কামনা করে পুজোর পসরা নিয়ে মন্দিরে উপস্থিত হন মহিলারা।
এদিন সকাল থেকে কালিতলা কালী মন্দির সহ শহরের বিভিন্ন মন্দিরে ভিড় জমান মহিলারা।
সারা বৈশাখ মাস ধরে সপ্তাহের মঙ্গলবার মঙ্গল চন্ডী পূজায় ব্রতী হবেন মহিলারা। পরিবারের মঙ্গল কামনা করে নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজোয় ব্রতী হবেন বলে জানিয়েছেন তারা।