স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে নদীয়ার শান্তিপুরে রক্তদানে সামিল বিএসএফ জোয়ানরাও

Social

মলয় দে নদীয়া:- স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নদীয়ার শান্তিপুরে রবিবার পূর্ণিমা মিলনীর সেনাবাহিনীদের উদ্দেশ্যে রক্তদান অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন বিএসএফ ডিআইজি সঞ্জয় কুমার এবং বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সেনা অফিসার, নদীয়া জেলা পরিষদ সভাধিপতি রিক্তা কুন্ডু, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ বহু বিশিষ্ট জন।

অতিথিদের ন্যাশনাল ক্যাডেট করপস বাহিনী দ্বারা আপ্যায়ন এবং সংগীত নৃত্য সংগীতের মধ্য দিয়ে শুভ সূচনা হয় আজকের রক্তদান শিবিরের। আয়োজক সংস্থা পূর্ণিমা মিলনের সম্পাদক রূপায়ন চৌধুরী জানান, তাদের উদ্দেশ্যে ৭৫ জন যুবক যুবতী রক্তদানে প্রস্তুত থাকলেও, ১৩ জন সেনাবাহিনী নিজেরাই রক্ত দিয়ে গেলেন, এটা অভূতপূর্ব এবং অনুপ্রেরণাদায়ক।

পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, স্বাধীনতা সংগ্রামী শহীদ বসন্ত বিশ্বাসের পরিবারে জন্মগ্রহণ করে তিনি ধন্য। ভারতবর্ষে রক্তদান মাত্র সাত শতাংশ অন্যান্য দেশের থেকে অনেকটাই কম যা দুর্ভাগ্যের। জেলা সভাধিপতি রিক্তা কুন্ডু বলেন ১০ শতাংশ নাগরিক রক্তদান করে পশ্চিমবঙ্গও দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের মধ্যে।

Leave a Reply