মলয় দে নদীয়া :- নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীদের হাতের কাজ আকৃষ্ট করে রাজ্যের অন্য জেলা গুলিকে। তাইতো সংবাদ শিরোনামে প্রায়শই উঠে আসে, জেলা রাজ্য এমনকি অন্য দেশে পর্যন্ত শান্তিপুর থেকে প্রতিমা যাওয়ার ঘটনা। তবে বাদ যায় না সাজসজ্জাও। শান্তিপুর বৈষ্ণব পাড়ার অমল কুন্ডুর সাজসজ্জা চলতি বছরেই, গেছে বাংলাদেশ, বিহার। কলকাতা এবং অন্যান্য জেলায় তো নিত্য অহরহ।
তবে দূর থেকে প্রতিমা নিয়ে এসে সাজসজ্জা করানো এই প্রথম। চুঁচুড়া নিবাসী পার্থ ভট্টাচার্য্য স্থানীয় এক মৃৎশিল্পী কে দিয়ে ঘরে সুসজ্জিত রাখার জন্য দুর্গা প্রতিমা বানালেও, শান্তিপুরের অমল কুন্ডুর সাজসজ্জা সোশ্যাল মিডিয়ায় তাকে আকৃষ্ট করেছিলো। সেই মৃৎশিল্পির মাধ্যমে যোগাযোগ করে গত এক মাস আগে দিয়ে যান প্রতিমা। অন্যান্য কাজের অবসরে প্রীতম খাঁ এবং অমল কুন্ডু গতকাল সমাপ্ত করেন সেই কাজ। আজ পার্থ ভট্টাচার্যর কোলে চেপে প্রাইভেট কারে মা দুর্গা শান্তিপুর থেকে সেজে-গুজে রওনা দিলেন চুঁচুড়ার পথে।