নদিয়ায় সম্প্রীতির নজির ! পাগলা পীরের উৎসবের মাতলেন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ

Social

মলয় দে, নদিয়া:- দীর্ঘ দু’মাস ধরে চলা সংস্কার পর্বের পর নবরূপে নবসাজে নবদ্বীপে বাবা পাগলা পীরের স্থানে উৎসবে মাতলেন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন। বিশেষ করে হাতে হাত মিলিয়ে এই উৎসবে মেতে উঠলেন যুবকেরা।

শুক্রবার সকাল থেকেই নবদ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পীরতলা এলাকায় বাবা পাগলা পীরের স্থান সাজিয়ে তোলা হয়। সন্ধ্যা নামতেই উৎসবে মেতে ওঠেন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন। সেখানে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন ধূপ, মোমবাতি দিয়ে চলে পূজার্চনা। পাশাপাশি চলে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যাকালীন সঙ্গীতানুষ্ঠান।

এদিনের এই পাগলা পীর উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার চেয়ারপার্সন বিমান কৃষ্ণ সাহা, ছিলেন নবদ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শচীন্দ্র বসাক, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক সিরাজুল ইসলাম সহ আরো অনেকে। সেখানকার ইমাম সাহেব বলেন, দীর্ঘ দু’মাস ধরে চলা সংস্কারের পর আজ নতুনরূপে সাজান হলো এই পাগলা পীরের স্থান। এরপর আমরা একে অপরের মিলে ঐক্যবদ্ধ ভাবে আগামীতে আরো অনেক কিছু করার চেষ্টা করবো। এদিনের এই উৎসবে মেতে উঠলেন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন।

Leave a Reply