মালদায় ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড

Social

দেবু সিংহ,মালদা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ শিবির এর আয়োজন করা হলো মালদা জেলার প্রশাসনিক ভবনের সভাকক্ষে।

সারা রাজ্যে পাশাপাশি মালদা জেলাতেও ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের জন্য ব্যাংকের মাধ্যমে ক্রেডিট কার্ড বিতরণের আয়োজন করে জেলা প্রশাসন।
শনিবার দুপুর বারোটা নাগাদ মালদা জেলার প্রশাসনিক ভবনের সভাকক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়।উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য
এই কার্ডের মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা।

এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ৬৭ জন ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড। যার মধ্যে নার্সিং, ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বহু ছাত্র-ছাত্রী।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শম্পা হাজরা,ডি আই সেকেন্ডারি উদয়ন ভৌমিক, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মুখ্য আধিকারিক শাশ্বতী সাহা সহ অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply